কান্না ভেজা রুমাল
—————- রমিত আজাদ
কান্না ভেজা রুমাল তোমায় দিলাম উপহার,
যখন আমি থাকবো দূরে দেখবে বারে বারে।
তুমি দেখবে বারে বারে।
রুমাল রেখো বুক পকেটে, যত্ন করে তার,
এই রুমালে আছে লেগে আমার অশ্রুভার।
ওগো আমার অশ্রুভার।
একলা বসে যখন তোমার আঁখি ছলছল,
এই রুমালের মাঝে আমার অশ্রু টলমল।
আমার অশ্রু টলমল।
ভালোবাসার রত্ন-মানিক, এই রুমালের নাম,
অমূল্য এই ধন রেখে দাও, হিসাব বিহীন দাম।
ওগো হিসাব বিহীন দাম।
নেই আমি নেই তোমার পাশে, রুমাল তবু আছে,
কান্না ভেজা টুকরো কাপড়, রুমাল রেখো কাছে।
আমি নেই রুমাল আছে, রুমাল মাঝে আমি,
রুমাল আমি, আমিই রুমাল, বুঝে নিও তুমি।
আমার কথা ভেবে যদি কান্না চেপে আসে,
নয়ন দুটি যদি তোমার অশ্রুজলে ভাসে।
সেই রুমালে মুছে নিও চোখের অশ্রুভার,
দুই নয়নের জলে রুমাল হবে একাকার!!!
ওগো হবে একাকার!!!
——————————————————–
রচনা তারিখ: ২২শে মে, ২০১৯ সাল
সময়: রাত ৯টা ১০ মিনিট
Tear-Soaked Handkerchief
—————– Ramit Azad