কাফনের কান্না
———————– রমিত আজাদ
ঢের হলো নীরবতা, আর না, আর না, আর না;
কান পেতে শুনে নাও, কাফনের কান্না, কান্না, কান্না!
প্রকৃতিটা বৈরী, সময়ের তৈরী, প্রলয়ের সুর বাজে আকাশে;
খাল ভরে পথঘাট, নির্মানে এক্সপার্ট; অবশেষে ছয়লাব,
বন্যায় কুপোকাত, সলিলের উৎসব বাতাসে!
পাহাড়ের গোড়া কাটি, চূড়া দেখো লুটোপুটি,
গড়াগড়ি চিৎপাত জমিনে!
সুস্থ যে গাছটা, তাকে কেটে সস্তা,
বেঁচে দাও নির্ঘাৎ নিলামে!
জীবনের বেচাকেনা নিয়ে হয় দরাদরি,
তারও আছে হাট আর বিপনী।
লুটেরার মচ্ছবে অর্থের ছড়াছড়ি,
যাত্রার পালাগানে নাচনী!
বিপন্ন পৃথিবীর শংকিত জনপদ,
নরকের তাপ যেন লেলিহান!
হুতাশন জ্বলজ্বলে, কম্পিত কাদাজলে,
প্রকৃতির অভিমান, অভিমান!
প্রকৃতির অভিশাপে মহামারি ছেঁকে ধরে,
পরোয়ানা হাতে ছোটে যমদূত!
বেঁচে চায় সীমাহীন, মরে গেলে তিনহাত;
অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত!
রচনাতারিখ: ০৬ই আগস্ট, ২০২০ সাল
রচনাসময়: রাত ০১টা ২৭ মিনিট