কার্নিশে শয়তান
কার্নিশে শয়তান
———————— রমিত আজাদ
জানালার কার্নিশে ঝুলে আছে শয়তান,
খুব কাছে ঘাপটিতে পাপ আছে সাবধান!
জানালার বাইরেটা টিপটপ ছিমছাম,
দৃষ্টিতে চোখে পড়ে চাঁদ, তারা, আশমান।
সেগুনের কাঠে গড়া জানালার পাল্লা,
লোহাকাটা গ্রীলটাতে নকশার জেল্লা!
পরিপাটি জানালাতে বায়ু বয় অবিরাম;
ঠিক তার উপরেই কার্নিশে শয়তান!
কার্নিশে আজাজিল বোঝে কার সাধ্য?
খুব কাছে দুর্ভোগ, এই হলো ভাগ্য!
অশুভরা অদ্ভুত ছেয়ে আছে ময়দান,
আমাদের বড় কাছে ঘাপটিতে শয়তান।
কখনো বা রেলে চড়ে, কখনো বা রিকশায়;
কখনো বা দামী জীপে বহুরূপে তরপায়।
কখনো বা ফুটপাতে, হাত পাতে ভিক্ষায়;
কখনো বা সৈকতে দামী ধাতে ঝাঁপটায়!
পথ চলো সযতনে কাছেপিঠে শয়তান,
পকেটের আশেপাশে হাত তার আনচান!
বনে যাও, মনে তাও উঁকি মারে পাপটান,
গাছেদের আড়ালেও পাপাচারী উদ্যান!
দেখে তারে মনে হবে কত বড় বিদ্যান!
আসলে তো শয়তান, মূলজ্ঞানে অজ্ঞান!
ভালো করে বুঝে নিও, মুখে তার কোন বাক;
মিষ্ট সে কথা মাঝে, চারুবাকে নির্বাক।
জানালার ওপারেই শুকতারা ধাবমান,
গ্রীল গলে চাঁদ নামে, জোৎস্নায় অভিরাম!
জানালার বাইরেটা টিপটপ ছিমছাম,
দৃষ্টিতে চোখে পড়ে, তারা ভরা আশমান।
ঘরে আছো নিরাপদে, এই ভেবে নির্ভয়?
‘ঘরে নাই বিনাশক’, একদম ঠিক নয়!
খুব কাছে ঘাপটিতে পাপ আছে সাবধান!
জানালার কার্নিশে ঝুলে আছে শয়তান!
রচনাতারিখ: ০৭ই মে, ২০২২ সাল
রচনাসময়: বিকাল ০৪টা ৫০ মিনিট
The Devil in the Cornice
———————————- Ramit Azad