অনলাইন প্রকাশনা

কার জন্যে বর্ষণ?
কার জন্যে বর্ষণ?
———- রমিত আজাদ
ছাতা মাথায় দিয়েই বৃষ্টিতে হাটি,
ছাতা বন্ধ করেই দিব্যি হাটতে পারতাম,
ঝমঝমে বর্ষার সাথে
নিজেকে একাত্ম করে দিতে।
যেমন জোৎস্নায় ভেজে পরী,
স্নিগ্ধ দু্যতির মায়ায়।
কিন্তু তা করতে মন চায়না।
হোক সে সজ্জিত তিথি,
অথবা আকস্মিক দ্বিপ্রহর।
নির্মোহ লগ্নগুলো আজ নিষ্প্রাণ!
একসময় মাতম জাগানো ঘোর বৃষ্টিতে
ভিজে চুপচুপ হয়ে রাস্তায় হাটতাম,
কেবল তুমি পাশে থাকতে বলে।
আজতো আর তুমি পাশে নেই!
তবে আর কার জন্যে আমি
বর্ষণে সিক্ত হবো?
তারিখ: ২০শে জুলাই, ২০১৭
সময়: দুপুর ১টা ৩৪ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0