কার জমীনে ঘর বান্ধাইছো?
——————————————- রমিত আজাদ
কার জমীনে ঘর বান্ধাইছো? কার গাছেরই কাঠ দিয়া?
কার খ্যাতেরই খর বিছাইয়া চাল বানাইয়াছো ঘর ছাইয়া?
কার ঝাঁড়েরই বাঁশ কাটিয়া বানছো বেড়া, সাইড নিয়া,
হিসাব কইরা ভিটার মাটি, ডাইকো তারে মন দিয়া!
যার ত্যালে তায় জ্বালছো পিদিম, পাইছো আলো আন্ধারে,
তার শোকরে হইয়ো গুজার, আমরা যাহার বান্দারে!
যার গাছেরই ফল খাইয়াছো, মাখছো ভাতে সবজীরে,
তার জিকিরে দিল ভিজাইয়ো, তুইলা দুইখান কবজি রে!
নাচলো অলি দিনের শোভায়, রাইতে জ্বোনাক ঝলমলায়,
মৎস্য শামুক সায়র জুড়ে ঢেউয়ের তালে ছলছলায়।
যার ফুলে তায় ছুটলো সুবাস তোমার ভিটার শান্ত বায়,
চাঁদ সূরুয আর লক্ষ তারায়, তার মহিমায় গুণগুণায়!
ধার কইরা তার জায়গা-জমিন, ঋণ নিয়া তার মাল-দৌলত,
দেহের ভিতর জান বাঁচাইলা, চইরা খাইলা এই জগত।
সাত মহলা বাদশাহী তাজ, করবে না কেউ অসীম ভোগ,
একদিনেই তা ধ্বইসা দিবেন, শেষ বিচারের বিচারক।
রচনাতারিখ: ১৯শে নভেম্বর, ২০২০ সাল
রচনাসময়: রাত ০২টা ১১ মিনিট