কার তরে?
———————- রমিত আজাদ
কার তরে ঐ অধর তোমার লাল-রঙিলা করলে রে?
কার তরে ঐ নীল জামাতে অঙ্গ সোনার ভরলে রে?
কার তরে আজ আয়না দেখে রঙ মাখালে কপোলে?
কার তরে আজ মেঘলা কেশে ফুলের মালা জড়ালে?
কার মানসে আজ মানসী ঝুমকো কানে দোলালে
কার আশঁসে আজ সরসী অঞ্জনে চোখ ভরালে?
কার তালাশে সুনয়না সজ্জা দেখে লজ্জা পেলো?
কার ভরসায় সুরঞ্জনা সাগর পানে হাত বাড়ালো?
————————————————————
রচনাতারিখ: ১৪ই ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১২টা ০৭ মিনিট