কার মনে কার ছায়া?
কার মনে কার ছায়া?
————– রমিত আজাদ
যার সাথে সংসার,
সে কি আসলেই তোমার?
নাকি তুমি তার?
কে ছিলো তোমার সাথে?
তুমি ছিলে কার?
দুজনার পরিবার,
তুমি কার, কে তোমার?
কার ছবি, কার কায়া?
কার মনে কার ছায়া?
তোমাদের কে কাহার?
তুমি খোঁজ কার ছায়া তাহার আঁখিতে?
সে চাহিলো কার মায়া তোমারে মাখিতে?
কোন ভাষা, ভালোবাসা, মনের গভীরে?
কোন তৃষা, আলো আশা, প্রাণের নিবিড়ে?
বলিতে চাহিয়াও তুমি আর বলিলে না তারে,
শুনিতে চাহিয়াও তাহে আর শুনিলো না ভারে!
অভিমান মান আর কে দেখাবে কারে হায়!
অভিমানী মন, ব্যথিত হৃদয় রহিয়া গিয়াছে তায়!
—————————————————–
তারিখ: ২৫শে সেপ্টেম্বর, ২০১৮
সময়: রাত ১টা ৩৭ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0