কি মিঞাভাই খবর বেঁচেন?
কি মিঞাভাই খবর বেঁচেন?
————————— রমিত আজাদ
কি মিঞাভাই খবর বেঁচেন? নিজের খবর রাখেন?
অমুক গাঁয়ে গোল বেধেছে, দূরবীনে তা দেখেন?
নিজের গ্রামে ঢলের জোয়ার, সেই কথা কি লেখেন?
কি মিঞাভাই খবর বেঁচেন? নিজের খবর রাখেন?
পরের ঘরে বৌ কয়টা, সেই খবরও লেখেন!
নিজের কয়টা বিনোদিনী, আয়না দিয়ে দেখেন?
কি মিঞাভাই খবর বেঁচেন? নিজের খবর রাখেন?
সাহিত্যে পাশ করে কে জন অর্থনীতি লেখেন!
ডাক্তার না তার পরেতেও স্বাস্থ্য বিভাগ দেখেন!
কি মিঞাভাই খবর বেঁচেন? নিজের খবর রাখেন?
বাঘবাজারে লাগলো আগুন, তাজা খবর লেখেন!
নিজবাজারে নিত্যি অনল, সেই ব্যাথা কি দেখেন?
কি মিঞাভাই খবর বেঁচেন? নিজের খবর রাখেন?
উঠলো বানর গাছের শাখায়, সেই ছবি তো ছাপেন!
গাছের গোড়ায় ঘূণ ধরেছে, সেই খোঁজ কি রাখেন?
আপনি লেখেন, আমরা পড়ি; যা খাওয়াবেন তাই!
মন্ডা-মিঠাই না চিনিলে, তেতুল পাতাই খাই!
খবর লেখেন, খবর বেঁচেন, পুরেন টাকা ট্যাকে!
লালু-ভুলুর দুঃখের খবর চাপাই পড়ে থাকে!
রচনা তারিখ: ০৯ই সেপ্টেম্বর, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ১১টা ৩২ মিনিট
Selling News?
—————- Ramit Azad