কৃপণ আর ধন আতশ কাঁচ এ খাইল
একদা আক কৃপণ চাচা তার ভাতিজাকে বলল …
চাচা: আজথেকে ভাবছি ইংলিশ শিখব।। যা আমার জন্য একটা ইংলিশ শিক্ষা বই কিনে আন।
এই নে ৫০ টাকা । বাজার এর সবচাইতে কমদামি বই টা কিনে আনবি।
যেমন কথা তেমন কাজ ভাতিজা বাজার এ গেল দেখল একটা বড় ভাল বই এর দাম ৩০ টাকা এর সবচে ছোট বই এর দাম ২০ টাকা তখন সে সবচে কম দাম ২০ টাকা এর সবচে ছোট বই কিনল কিন্তু বই এর লিখা আতই ছোট যে খালি চোখে দেখা যাচ্ছিল না।
দোকানদার বলল এই বই পরার জন্য আতশকাচ লাগবে। ভাতিজা বলল আতশ কাঁচ এর দাম কত? দোকানদার বলল ৩০ টাকা। ভাতিজা বই এবং আতশকাচ দুই টা একসাথে ৫০ টাকা দিয়ে কিনে আনল।
চাচা ত বেশ খুশি সে প্রতিদিন আতশ কাঁচ দিয়া দই পরতে থাকল…
কি শিখলেন এই কওতুক থেকে?
মন্তব্য করুন..
দুখু মিয়া
0