অনলাইন প্রকাশনা

কৃষক তুমি সৈনিক
শাকিল আহমেদ
সবুজ মাঠের ধানের খেতে বর্ষা দিল জল
রোদের আলো উঁকি মেরে করছে টলমল ,
তাইনা দেখে কৃষক সবাই করছে মাঠে চাষ
যতই আসুক ঝড় বাদল আর জীবন করুক নাশ।
ঝর এলো , বৃষ্টি এলো ছাড়লো না কেও হাল,
সকল দুঃখের পরে ভেবে উড়বে সুখের পাল।
তবু কৃষক স্বপ্ন দেখো মনে জাগায়ে আশা
গোলা ভরবে, উঠোন ভরবে, সোনালী ফসলে ঠাসা।
রোদে পুড়ে, বৃষ্টি ভিজে ফলাও তুমি ধান
তবু জাতি দিবে কি আজ তোমাদের সম্মান?
মন্তব্য করুন..
তথ্য দূত
0
Tags :