কৃষ্ণচূড়ার আল্পনা
—————- রমিত আজাদ
গ্রীস্মরাগে বারিধারা বৈশাখী ঝড়ে,
কৃষ্ণচূড়া বাধনহারা পাপড়িরা ঝরে।
পথে পথে এঁকে দিলো আল্পনা রঙে,
প্রকৃতি আজ, সেজেছে এক, বৈশাখী ঢঙে!
ফুলস্রোতের কলতানে রঙেরই বন্যা,
বিরহী কেকা-কুহু মন ভাঙানো কান্না।
লাল-কমলা কলরবে এ কোন মায়া!
ইন্দ্রজালী তন্দ্রাভাঙা এ কার ছোঁয়া?
পত্রঝরা বৃক্ষে ছাওয়া রংধনুরই দুইটি রাগ,
শ্যামল বনে অনল হাসে,
মন ভোলানো বাঁশির ডাক।
শহর, নগর কিবা গ্রামে উষ্ণ আনন্দ,
বাউল, গায়েন কবির সুরে উচ্ছাসী ছন্দ!!!
—————————
রচনা তারিখ: ২১শে মে, ২০১৯ সাল
সময়, ১২টা ৫৯ মিনিট