কৃষ্ণচূড়ার বন্যা
——————– রমিত আজাদ
বনে বনে কৃষ্ণচূড়ার আগুন লেগেছে,
মনে মনে রঙের ছটায় জগত ভেসেছে।
লালিমা, কমলা, রাঙা রঙের খেলা,
ঝিলমিল ঝিলমিল ঝিল ফুলের মেলা।
অরুণ রাঙা ঠোঁটে পাপড়ি হাসে,
পথে, ঘাটে, ক্ষেতে, ঘরের পাশে।
পুষ্পসাজে তরূ হয়েছে ধনবান,
বিত্তভারে শাখী মায়াবী ঐকতান।
এত যে রূপসী প্রকৃতি আজি,
কোন মালি দিয়েছে বাগিচা সাজি!
অশান্ত পবনে পথে পাপড়ি ঝরে,
আল্পনা এঁকে দেয় ঝড়ো গীত সুরে।
উন্মনা আজ শত উতলা হৃৎ-মন,
অশ্রুজলে মোছে আঁখির অঞ্জন।
নিসর্গের অঙ্গে আজ কৃষ্ণচূড়ার ঘ্রাণ,
উদাসী হলো তাই সব দিশেহারা প্রাণ!
————————————-
রচনা তারিখ: ২০শে মে, ২০১৯ সাল
সময়: রাত ১১টা ১০ মিনিট
The Flood of Krishnachura blossom
—————————–Ramit Azad