কৃষ্ণচূড়ার লাল প্রসূন
কৃষ্ণচূড়ার লাল প্রসূন
——————————— রমিত আজাদ
কৃষ্ণচূড়ার লাল প্রসূনে আমার প্রিয়ার লালী,
এই বোশেখে তার চিবুকে, রঙ নিদালীর ডালি।
লাল ঘাগরির ঢাল জমিনে রুপ-ললনার হাসি,
গ্রীষ্মকালের মধুর বায়ে বাজছে যাদুর বাঁশি।
নিদাঘ দুপুর নিলাজ সাজে বেজায় বিগলিত,
উষ্ণ বায়ে পুষ্পশাখা দুলছে অবিরত।
কৃষ্ণচূড়ার পরাগরেণু মাখায় গালে, হাতে।
রুপ-ললিতার দৃষ্টিবাণে লুটায় প্রেমিক পথে।
সর্বনাশী কাল-বোশেখী আসলো কি গো ধেয়ে?
কৃষ্ণচূড়ার পুষ্পরাজি লুটবে সে কি ছেয়ে?
প্রণয় সুধার প্রলয় নীরে প্রেমের জলোচ্ছাস!
নীল গগনে মেঘের ঢেউয়ে ঝড়ের পূর্বাভাস!
ঝলসে ওঠে রঙের বাহার পত্রবিহীন শাখে,
লাবণ্য তার ঝলকে ওঠে, প্রিয়ার বুকের বাঁকে।
বন বীথিকার মন আভাসে, মাতায় কুসুম হিয়া;
ফুল-বালিকার রুপ-মালিকায় ব্যাকুল বাঁশরিয়া!
রচনাতারিখ: ২৩শে এপ্রিল, ২০২২ সাল
রচনাসময়: রাত ০১টা ৩০ মিনিট
Red Flower Krishnachura
—————————— Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0