অনলাইন প্রকাশনা

কেন্দ্রীভূত অনুরাগ বৃত্তে
কেন্দ্রীভূত অনুরাগ বৃত্তে
—————————– রমিত আজাদ
জীবনের এই বৃত্তে দু’টি বিন্দু একই সরলরেখায়।
মাঝে দূরত্ব আছে কিবা নেই!
ব্যাস থেকে ব্যাসার্ধ ক্রমশঃ সংকুচিত হয়,
অতঃপর কেন্দ্রীভূত দুটি মন একই আবেগে।
দেখোনা, কেমন মেঘ জমেছে পাহাড় চূড়ায়!
এবার বর্ষণ হবে ঘোর!
ভেসে যাবো আমরা দুজন,
নতুন বানের জলে!!!
বোশেখের রুদ্রতায় উত্তাল হবো আরো একটিবার,
শ্রাবনী বাতাসে উড়বে তনুমন।
সুপ্তোত্থিত লতিকা লড়ে যাবে ঝঞ্ঝার সাথে।
দুজনাই যেখানে বিজয়ী,
জয়-পরাজয় সেখানে প্রশ্নাতীত!!!
১১ই এপ্রিল, ২০১৯
রাত ১২টা ০১ মিনিট
Photo Courtesy : Vladimir Anosov
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0