অনলাইন প্রকাশনা

কেমন তরো প্রেমিক তুমি?
কেমন তরো প্রেমিক তুমি?
————— রমিত আজাদ
কেমন তরো প্রেমিক তুমি,
হাত রাখোনা হাতে?
কেমন তরো নাগর তুমি,
ঠোঁট রাখোনা ঠোঁটে?
ধূসর সাঁঝে ঊষর বুকে,
না যদি হয় কষ্ট,
মালনীছড়ার ফুলবাগানে
বিকেলটুকুই নষ্ট!
তরুলতা বৃক্ষরাজীর
হাপুশ-হুপুশ কান্না,
সদ্যজাগা দুঃখ দেখে,
হীরা-চুনী-পান্না!
ঝলসে ওঠা সোনার দীপে,
কে জ্বালাবে অগ্নি?
অষ্টাদশীর হস্তপাশে,
কে সাজাবে লগ্নি?
ঊষার গোড়ায় সাঁঝ ডেকোনা,
নাগর তুমি ভ্রষ্ট!
চেষ্টা করো বুঝে নিতে,
অষ্টাদশীর কষ্ট!!!
———————————————————————————-
তারিখ: ৯ই মার্চ, ২০১৮
সময়: রাত ২টা ৫৭ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0