কে দায়ী?
কে দায়ী?
———– রমিত আজাদ
কে দায়ী? তুমি?
কে দায়ী? আমি?
কে দায়ী? আমরা দুজনাই?
না?
তবে কি পরিস্থিতি?
তাই হবে হয়তো!
আমরা তো আমাদেরই ছিলাম!
সেই চেনা গান,
সেই চেনা কবিতা,
সেই চেনা পথ,
সেই চেনা বন,
সেই চেনা চেরি গাছ,
চিরচেনা নীল আকাশ,
সেই আকন্ঠ আবৃত্তি,
সেই মধু স্বরলিপি!
ভালো ছিলো দিন গুলো,
ভালো ছিলো ভালোলাগা!
ভালো ছিলো নির্জনতা,
ভালো ছিলো কোলাহল,
ভালো ছিলো ক্লাসরূম,
ভালো ছিলো ক্লাস পালানো।
ভালো ছিলো দিগন্ত,
ভালোবাসা অনন্ত!
ভালোবাসা থাকলে সবই ভালো!!!
তবু কেন বিচ্ছেদ?
অনুরাগ উচ্ছেদ?
কে দায়ী? তুমি?
কে দায়ী? আমি?
কে দায়ী? আমরা দুজনাই?
না?
তবে কি পরিস্থিতি?
তাই হবে হয়তো!
আমরা তো আমাদেরই ছিলাম!
———————————————
রচনাতারিখ: ১৮ই জুলাই, ২০১৯ সাল
সময়: দুপুর ১টা ১০ মিনিট
—————————————–
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0