কে দেয় না ঘুমাতে?
———– রমিত আজাদ
কষ্টমাখা নিশুত রাতে,
কে দেয় না ঘুমাতে?
বালিশ ফুঁড়ে সূচের খোঁচায়,
কে বলেছে জাগাতে?
দূষবো না গো তোমায় আমি,
দোষী আমার নিয়তি?
দোষারোপের নেই অবকাশ,
সবই মনের আকুতি?
বুঁজলে নয়ন স্বপ্নে দেখি,
খুললে আঁখি তোমার স্মৃতি!
বদ্ধ ঘরে তোমার ছবি,
খুললে দুয়ার মলিন রবি!
নয়ন দুটি সইবে কত?
লোচন দুটি রইবে কত?
জলের ভারে কইবে কত?
অশ্রু জলে সারবে ক্ষত?
ম্লান ধরণির বুকেও তুমি,
বৈরাগী চাঁদ দুখেও তুমি।
পদ্মা অপের স্রোতেও তুমি,
আকাশপথের মেঘেও তুমি!
ঘুম হবে না গভীর রাতে,
সুখ পাবো না দিনের তাপে!
ভাসুক দুকূল ভাসছে যেমন,
ব্যার্থ প্রেমে হবেই এমন!
————————————–
রচনা তারিখ: ২১শে ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ৩টা ০৭ মিনিট
Sleepless Nights
——————— Ramit Azad