কে বলে তুমি পাশে নাই?
——————————- রমিত আজাদ
কে বলে তুমি পাশে নাই?
তুমি পাশে আছো বলে গান লিখি তাই।
দুটি চোখে চোখ রেখে সুর সেধে যাই,
আঁখি বলে, পাখি উড়ে নীড় খুঁজে পাই।
ওগো মোর প্রিয়তমা থাকো কিবা নয়,
স্মৃতির পাতায় আছো, এই ভালো হায়!
বনের ছায়ায় আছো, আছো নীলিমায়,
তোমার সুবাস ভাসে দক্ষিণা হাওয়ায়।
কৃষ্ণচূড়া সাজে তোমার তৃষায়,
চন্দ্রপ্রভা লাজে হারালো দিশায়!
স্বপ্নবিলাস কিসে ঘুমের ঘোরে?
নির্ঘুম রাত ঢলে আলোর ভোরে।
না ফোটা ফুলের কলি ঝরেও থাকে,
না গাওয়া গানের ডালি সুরেও ডাকে।
মিলনে পেলাম কিনা, এতো বড় নয়!
বিরহেও কভু কভু সব পাওয়া যায়।
রচনাতারিখ: ০৯ই ফেব্রুয়ারী, ২০২১ সাল
রচনাসময়: রাত ১১টা ০৯ মিনিট (বাংলাদেশ)
Who Says You’re Not There?
———————— Ramit Azad