কোনদিন আচমকা আমি
—— রমিত আজাদ
আমাকে যদি দেখো হঠাৎ
তোমার পথে কোনদিন আচমকা,
তুমি কি এড়িয়ে যাবে?
নাকি এগিয়ে আসবে হাসিমুখে?
নাকি কিছুটা দ্বিধান্বিত হবে?
চোখ নামিয়ে ফেলবে এমন করে যেন দেখোনি আমাকে।
তারপর মনে মনে ভাববে কি করা যায়?
হয়তো তুমি অপেক্ষা করবে,
আমিই যেন এসে বলি, ‘কেমন আছ তুমি?’
আমি নিশ্চিত, তোমার বুকে তোলপাড় হবে।
যেমনটি বৈশাখী ঝড় অশান্ত করে
আমার হৃদয়ের অরন্য।
মাঝরাতে উত্তাল হই আমি।
আচ্ছা, আমি যদি সত্যিই এগিয়ে এসে প্রশ্ন করি,
‘কেমন আছ তুমি?’
কি উত্তর হবে তোমার?
তারিখ: ২৮শে মার্চ, ২০১৭
সময়: সন্ধ্যা ছয়টা।