ক্যানভাসের কথন
————— রমিত আজাদ
নিঃশব্দ জীবনও মাঝে মাঝে কথা বলে!
কথা বলে ছবি আর ক্যানভাসে।
রঙের ভাষায়, তুলির শব্দে।
সেই বোবা সাংকেতিক চিহ্নগুলো
কারো কারো কাছে দুর্বোধ্য হলেও,
কারো কারো কাছে স্ফটিক স্বচ্ছ!
কবিতা যেমন স্বল্প শব্দমালায়
খুলে দেয় প্রলুব্ধ প্যান্ডোরার বাক্স!
তৈলচিত্রও তেমন একটি ক্যানভাসেই
ফুটিয়ে তোলে, একটা পুরো জীবন!
————————————————–
২রা অক্টোবর, ২০১৯ সাল
সময়: দুপুর ২টা ২৫ মিনিট