ক্রন্দিত অতীত, অর্থহীন ভবিষ্য
ক্রন্দিত অতীত, অর্থহীন ভবিষ্য
——- রমিত আজাদ
আমার বসন্তগুলো কাঁদে,
আমার বরষাগুলো কাঁদে,
কাঁদে আমার শরৎ হেমন্ত,
শীত গ্রীস্ম সবই কাঁদে,
কাঁদে বারো মাস, ছয়টি ঋতু।
একা একা হাটি পথে,
সাথে হেটে চলে ধুসর অতীত,
এই ক্লিষ্ট সঙ্গীতো আমি চাইনি!
আমি সঙ্গীনী চেয়েছিলাম মিষ্ট তোমায়।
জানি তুমিও পথ চলছো নিঃসঙ্গ,
অরণ্যের ক্রন্দিত বিলাপী বিহঙ্গ!
ভবিষ্য তোমার কাছেও অর্থহীন।
তবে কেন আমরা ………..?
এভাবেই চলবে আমৃত্যু
তোমার আমার।
ক্রন্দিত অতীত, অর্থহীন ভবিষ্য,
আর কিছু যন্ত্রণা মুঠো মুঠো।
চলো বয়ে যাই,
নির্বোধ আমাদের নির্মিত ক্ষত।
তারিখ: ৫ই মার্চ, ২০১৭
সময়: ভোর ২টা ৩০ মিনিট
Crying past, meaningless future
——– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0