ক্ষুদ্র রুবাই ১, ২, ৩
ক্ষুদ্র রুবাই ১, ২, ৩
————- রমিত আজাদ
শালিক পাখীর মালিক শাখী,
বটের গাছে কিচমিচ!
গাছের নীচে বাস্তু সাপ এক
তুলছে ফনা হিস হিস!
বকপক্ষী যায়লো উড়ে,
ডানার পিছে আসমান!
সামনে আছে বৃক্ষরাজী,
দিনের শেষে নীড়ের টান!
উল্টা দেখি পাল্টা দেখি,
বাদুড় ঝোলার এই জীবন।
নয়তো পাখী, নয়তো পশু,
বান্দা দোদেল ভ্রান্ত মন!
—————————————
রচনাতারিখ: ১৮ই অক্টোবর, ২০১৯ সাল
সময়: ভোর ৪টা ৫১ মিনিট
কৃতজ্ঞতা স্বীকার: জনাব টিটো মোস্তাফিজ। উনার রচিত হাইকু দেখে অনুপ্রাণিত হয়ে লেখা।
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0