ক্ষুধাপেটে লক-ডাউন
—————————– রমিত আজাদ
লিটু আর বিটু যায় লক-ডাউন দেখতে,
সেলফিতে ফটো খিচে আপলোড মারতে!
পথে যেতে পথশিশু হাত পেতে আটকায়,
ক্ষুধা ভুখা শিশুদের পেটে আজ ভাত নাই!
ভরপেটে খেয়ে বিটু ঢেক তুলে হাটছে,
এক কাপ চা তিয়াসে ইতিউতি ঘাটছে।
লক-ডাউন দিনকালে চা দোকান খোলা নাই!
আয়েশেতে বসে তায়, গপ্ মারা যুৎ নাই!
লিটু ভাবে, লক-ডাউন, ওরা কেন রাস্তায়?!
শ্রমিকেরা ছেলে-বুড়ো ত্রাণ চায় সস্তায়!
একদম অসচেতন লক-ডাউন বোঝে না!
ঘরে বসে কেন তারা মুড়ি-চিড়ে ভাজে না?
তুলে নিলো ফটো বিটু, হাঁদারাম শ্রমিকের;
লিটু দেখে কোয়ালিটি, জাস্ট তোলা ফটোদের।
ক্যামেরাতে ধরা খেলো শ্রমিকেরা বাইরে,
পথেঘাটে ঘুরে ঘুরে ভাত তারা চায় রে!
বুঝে নিলো শ্রমিকেরা লক-ডাউন মানে না।
লিখে দেবে ফেইসবুকে লোক তারা ভালো না।
রচনাতারিখ: ২৬শে এপ্রিল, ২০২০ সাল
সময়: রাত ০৩টা ৪০ মিনিট