খটকা!
————— রমিত আজাদ
যে যা বলে বলুক না,
যে যা ভাবে ভাবুক না!
তোমার সাথেই কফি খাবো,
ওদের কথা চলুক না!
হয়তো ওরা ভাবছে মোরা
পুরনো এক জুটি,
কোন্ কারণে সেই সময়ে
নিয়েছিলাম ছুটি!
আবার দেখা হয়ে মোরা,
হাত রেখেছি হাতে।
আবার নতুন জীবন পেয়ে
দৃষ্টি নয়ন পাতে।
ওদের কথায় কান কি দেব?
ওদেরকে কে পুছে?
তোমায় আমায় কি আছে তায়,
ভাবছে তারা মিছে!
আচ্ছা মোদের কন্ঠ হয়তো
ঠুনকো কিছু বলে!
কিন্তু মোদের নয়ন দুটি
কোন কথা যায় বলে?
————————————–
রচনাতারিখ: ২২শে ডিসেম্বর, ২০১৯
সময়: রাত ১টা ৩১ মিনিট