তারপরেও জানতে চাই,
স্পন্দিত বুকে কোন কথা বাজে রূপসীর?
অনুনয় করি, তব উৎকন্ঠিত মনে,
তৃণসম অবকাশে খানিক প্রশান্তি দিও!
Categories
খানিক প্রশান্তি দিও!

তারপরেও জানতে চাই,
স্পন্দিত বুকে কোন কথা বাজে রূপসীর?
অনুনয় করি, তব উৎকন্ঠিত মনে,
তৃণসম অবকাশে খানিক প্রশান্তি দিও!