খোশ আমদেদ রমজান
খোশ আমদেদ রমজান
———————————– রমিত আজাদ
ছিলো অন্ধকারের বন্ধ দূয়ারে অন্ধ মানবজাতি,
সেই আঁধারে জ্বালিলেন তিনি নবীন জ্ঞানের ভাতি।
হেরার গুহায় মহামানবের মহান ভাবের ধ্যান,
উম্মী নবীর নূরাণী চরণে লুটিয়া পড়িলো জ্ঞান।
দানিলেন তিনি জীবন বিধান, তাওহীদ ও খিলাফত,
শেরেকী ঘুচিয়ে বান্দা শিখিলো, রবের দেখানো পথ।
জাহেলিয়া যুগে গুণাহ্গার ছিলো পাপাচারে নিশিদিন,
সেই বিনাশীরে দেখাইলো তব, ‘সিরাতুল মুস্তাকিম’।
মরুর সাধক দানিলো নয়নে, তামজীদী নয়া জ্যোতি,
জিন্দেগী তাতে হবে রোশনাই, মুছিয়া সকল ক্ষতি!
যদি নাও মানি তাহার বিধান, দানিলেন যাহা প্রভু,
দ্যুলোক-ভুলোকে মিলিবে উপল, রহিবেনা দুখ্ কভু।
পাঁচটি ফরজের অন্যতম সিয়াম সাধনা ভাই,
হিজরী তারিখে আসিলো ফিরিয়া মাহে রমজান তাই।
আশমানে তব দেখিলো হেলাল জাহান-ই-মুসলমান,
খোশ খবরেতে দুলিলো হৃদয়, নাচিয়া উঠিলো প্রাণ!
আবার মিলিলো সুযোগ সবারই কুড়াইতে ফজিলত,
সওয়াব হাসিলে করিবে মোমীন বন্দেগী ইবাদত।
উম্মত তাঁর কাঁদিবে দুচোখে চাহিয়াতে শাফায়াত,
সেহেরী হইতে ইফতার তক শুনিবে দ্বীনের ডাক।
যাকাত ফিৎরা গরীবেরে দিবে, নিজে থাকি অনাহার;
ক্বদরের রাতে, সিজদা রুকুতে লুটাইবে গুণাহ্গার।
কাটিবে মোমিনের একটি মাহিনা শুদ্ধ করিতে প্রাণ,
পাইতে নাজাত তুলিবো দুহাত, খোশ আমদেদ রমজান!
রচনাতারিখ: ১৪ই এপ্রিল, ২০২১ সাল
রচনাসময়: রাত ১২টা ৫৬ মিনিট