
গনতন্ত্র মুক্তি পাক
মারুফ সরদার
নগর জুড়ে ফুঁসছে সবাই, আজকে সবাই দিশেহারা
দেশটাকে আজ জিম্মি করে , বল শুধু বল তোরা কারা
গণতন্ত্রের নাম ভাঙ্গিয়ে , তন্ত্র বানাস বাপ বেটাদের
মুখোসটা আজ খুলব তোদের , রুখবি কে আয় এই আমাদের
ন্যায্য কথা বললেই আজ , ঢোকাস তোরা চৌদ্দ শিকে
আজ যে তোদের সময় হল , আসছি ধেয়ে চতুর্দিকে
হই হই আজ রব তোল সব , ধরতে এসব মুখোশধারী
গণতন্ত্রের লজ্জা তোরা , দেখব তোদের খবরদারী
কি করে আজ আটকে রাখিস , পুলিশ দিয়ে বন্দিশালায়
দেখব তোদের আত্মাটা আজ , জ্বলছি তোদের দহন জ্বালায়
দেয়ালে আজ পিঠ ঠেকেছে , ধৈর্যের আর নেই কোন পথ
আজকে তোদের অত্যাচারের , জবাব দেয়ার করেছি শপথ
হই হই আজ রব তোল সব , ধরতে এসব নেত্রী নেতা
পায়ের তলে পিষব তোদের , জেগেছে আজ এই জনতা
তিনশ জনের কাছে আজই , ষোল কোটি নির্যাতিত
আসছি মোরা আসছি তোদের , হৃদয় করতে প্রকম্পিত
হই হই আজ রব তুলে সব , ধান্দাবাজের মুখোশটা খোল
ক্ষমতার ঐ চেয়ার থেকে , টেনে হিঁচড়ে তোল সব তোল
সন্ত্রাসী নস তোরা কেউই , কথায় কথায় মিথ্যাচার
বিশ্বজিৎকে কে মেরেছে , প্রমান কর এই সত্যটার
র্যব পুলিশ আর বিজিপিকে , বানিয়ে নিজের সন্ত্রাসী
লিমনের এক পা কেটে নেস , করতে শুধু উল্লাসই
জামাইকে আজ র্যব বানিয়ে , জান কবজে পাঠাস তোরা
৭ খুনের ঐ নারায়নগঞ্জের , হুংকার তাই বিশ্বজোড়া
আজ জেগেছে এই জনতা , পার পাবি না কেউ তোরা আজ
হই হই আজ রব তোল সব , ধরতে এসব ধান্দাবাজ
নুর হসেনের রক্ত মেখে , আসছি মোরা আসছি ধেয়ে
রুখবি কে আয় বাপের বেটা , গণতন্ত্রের নাম ভাঙ্গায়ে
গণতন্ত্রের মুক্তি নিয়ে , ফিরব আবার মায়ের কোলে
আত্মাটা আজ দেখব তোদের , দেখব এবার কে হাত তোলে
হই হই আজ রব তোল সব , বুকেই লিখে এক মন্ত্র
কোন শক্তি পারবে না আজ , রুখতে মোদের গনতন্ত্র