গন্তব্য অরণ্য
————— রমিত আজাদ
তবুও নির্বাক অবাক ধরণী,
জোৎস্নার আলোয় ম্লান ছায়াগুলো
চিনিয়ে দেয় অন্ধকার।
প্রাচীন মৃত্তিকার বুকে
আঁকা সাদাকালো আল্পনা।
গাঁয়ের মৃন্ময় পথ এঁকেবেকে চলে
পথিকের পদতলে।
নিশাচর পথিক হারাতে চায়না দিশা।
রাত ভোর হবার আগেই
তাকে পৌঁছাতে হবে অরণ্যে।
যদিও দুর্গম অরণ্যের পথ,
রয়েছে মহার্ঘ জীবনের ঝুঁকি।
তথাপি অতন্দ্র পথিক চলছে নিরন্তর।
সুকঠিন সন্ন্যাসব্রত যার প্রতিজ্ঞা,
শ্বাপদসংকুল অরণ্যই তার গন্তব্য।
————————————————-
তারিখ: ২৪শে জুন, ২০১৮
সময়: রাত ২টা ৩৮ মিনিট