গর্জে ওঠে ফাগুন
প্রভাত ফেরীর গান শোনাতে
গর্জে ওঠে ফাগুন,
টগবগিয়ে রক্তে ফোটে
ফেব্রুয়ারীর আগুন!
আগুনরা সব দ্বিগুন হবে
বন্ধ হলে কান্না,
বহ্নিশিখায় ভস্ম হবে
প্রতারণার বন্যা।
অন্ধ না কেউ
বন্ধ শুধু বাহাস বাকপ্রকাশ,
নির্বিরোধী নীরবতা
ঝড়ের পূর্বাভাস!!!
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0