গান তো আমি গেতেই পারি
গান তো আমি গেতেই পারি
—————————– রমিত আজাদ
গান তো আমি গেতেই পারি আমার যেমন খুশী।
মন চাইলে জোরসে গাবো, কম অথবা বেশি।
হয়তো আমার তাল মেলেনা, মেলেনা রাগ, ঢং;
গলার স্বরে সুর না এলে, মনের সুরেই রঙ!
তবলা-বায়ায় হাত চলেনা, কিই বা হলো তাতে?
কাঠের টেবিল ঢের পিটালাম আনাড়ি মোর হাতে!
সেতার টেনে তার কাঁপেনা, ওঠেনা ঝংকার!
একটি তারেই বাজাই বিণা, আমি যে ধুনকার!
স্বরলিপির লীপ মেলেনা, উচ্চারণে ঠুস!
গাঁয়ের বুকে জন্ম নিয়ে করেছি কি দুষ!
নামী কবির গানের খাতায় ‘হামারা দিল খুশ’;
ভক্ত আমি তাহার সুরের, গানেই হারাই হুশ!
হুশ হারিয়ে গাই যদি গান বেসুরো এক সুরে,
ব্রাত্য বলে আমারে কি সরিয়ে দেবে দূরে?
সখ করে মোর নাম যদি দেই বাহারী এক ঢকে;
এক ধমকে সে নাম কেড়ে, খত দেয়াবে নাকে???!!!
গান শোনাতে বুলবুলি কি চাইবে অনুমতি?
ময়ুরও তো কেকা স্বরে শোনায় বুনো গীতি।
মন চাইলে গাইবে দোয়েল, গাইবে বারংবার;
গান চাইবো, গান গাইবো, আমার অধিকার।
রচনাতারিখ: ০১লা অগস্ট, ২০২২ সাল
রচনাসময়: রাত ০২টা ৫৪ মিনিট
Sing My Song
——————- Ramit Azad