গান শুনি তোর
গান শুনি তোর
————————– রমিত আজাদ
করলি রে কি? করলি রে কি? করলি রে কি, লাইলি?
আমার মনের গানটা কেন দরদ দিয়া গাইলি?
গানের সুরে মন ভরালি, রাগ ছড়ালি, দীপ জ্বেলে কি পাইলি?
এত বছর পরে কেন মনের ঘরে আইলি?
শিশুকালে আনাগোনা ছিলো আমার পাড়াতে,
আমার বাড়ীর আশেপাশেই আসতি রে তুই বেড়াতে!
যৌবনে তোর ঘরের কাছেই নিলাম আমি নতুন ঘর,
এক পথেতেই এতাম যেতাম, দুজন তবু ছিলাম পর!
এই যে এত কাছাকাছি থেকেও কেন ছিলাম দূর?
এত বছর পরে তবে দেখা কেন হলো, ধুর!!!
মিনিংলেস এই পরিচয়ের রেজাল্ট হবে পাক্কা জিরো!
যতই তুমি হও হিরোইন, আমি যদি হইবা হিরো!
এখন শুধু গান শুনি তোর, লিখি মনের কবিতা,
আকাশজালেই বুনি সুতো, খাট্টা-মিঠা সবই তা!
গান গেয়ে যা, গান গেয়ে যা, আকাশজালে গায়িকা,
ঐ আকাশেই গড়বো তোরে আমার মনের নায়িকা।
রচনাতারিখ: ২০শে জুন, ২০২০ সাল
সময়: রাত ৯টা ৪০ মিনিট
I Hear Your Song
————————– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0