ঘাসফুল আশাবরী
ঘাসফুল আশাবরী
———————— রমিত আজাদ
ছোট ছোট ঘাসফুল ফুটে থাকে জমিনে,
পউষের শিশিরের ফিরোজিয়া রঙিনে।
অদেখায় ফুটে তারা, অদেখায় ঝরে যায়,
রিক্তের কান্নায় কার বুক তরপায়?
তবু ফুল ঝলমল সকালের কিরণে,
পথিকেরে ভালোবেসে ছুঁয়ে দেয় চরণে।
মাটি মাকে আঁকড়ে শুয়ে থাকে বাগানে,
ঝলকায় নীল চোখে, নীলমনি আসমানে।
আশাবরী গান তার মাঠে মাঠে ছুটছে,
শর্বরী তান তার ঢেউয়ে ঢেউয়ে দুলছে।
দিনমান তার হাসি ঘাসে ঘাসে মশগুল,
ক্ষুদ্রাতি কায়া তার, নাম তার ঘাসফুল।
————————————————
রচনাতারিখ: ১৮ই অক্টোবর, ২০১৯ সাল
সময়: দুপুর ১২টা ০১ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0