ঘুম ভাঙা ক্ষণে
———————- রমিত আজাদ
আবার যদি হয় দেখা
ধুম্রজাল কুয়াশার মাঝে!
তুমি চিনবে তো আমায়?
নাকি চিনতে চাইবে না?
নাকি চিনেও চিনবে না?
নাকি আফসোস করবে,
কেন যে আবার দেখা হলো?!!!
অকুণ্ঠিত কুয়াশার তপস্যা
সবকিছু অস্পষ্ট করে দেয়।
অস্পষ্ট করে দেয় আমাদের স্মৃতি!
সেই ধুম্রজালের কুহকী বিভ্রান্তিতে ভাবি,
ছিলো কি সবকিছু?
নাকি সবই ছিলো স্বপ্ন?
ঘুম ভাঙা ক্ষণে স্মৃতি ও স্বপ্ন
সবটাই মুছে গিয়েছে!!!
———————————–
রচনাতারিখ: ১৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০১টা ৩৬ মিনিট