ঘুম ভেঙেছে স্বপ্ন দেখে?
——————- রমিত আজাদ
ঘুম ভেঙেছে স্বপ্ন দেখে?
নৈরাশার এক লগ্ন!
ফুটলো যা তা, স্বপ্ন তো নয়,
ত্রাসকরী দুঃস্বপ্ন?
তোমার মত আমারও তো
ঘুম ভেঙে যায় রাতে।
দুঃস্বপ্ন ধরেই ঘিরে,
ত্রস্ত নয়ন পাতে।
দিকচক্রের রেখায় রেখায়,
ঘোর কৃষ্ণ ছায়া;
সেই যে কবে সাধ ছেড়েছে,
তোমার হাতের মায়া!
ঘূর্ণিঝড়ে উড়লো সবই,
বজ্রাঘাতে ঝলকায়।
উথাল-পাথাল জলের ধ্বনি,
মন সায়রে তরপায়!
উন্মনা মন কাঁদছে আকুল,
শুষ্ক নদীর তীরে,
সব ব্যাথা তাই অশ্রু হয়ে,
মিশে আঁখির নীরে!

রচনা তারিখ: ২৪শে জুন, ২০২০
সময়: সন্ধ্যা ৭টা ১১ মিনিট
Nightmare?
————– Ramit Azad