ঘুড়ি
ঘুড়ি
————- রমিত আজাদ
উড়ছে ঘুড়ি, ছুটছে ঘুড়ি, বন ছাড়িয়ে মেঘের গায়।
রঙ বেড়ঙের ভাসছে ঘুড়ি, মন রাঙিয়ে মিষ্টি বায়!
চাপরাশ তায় মেলছে ডানা, পঙ্খীরাজটা গোত্তা খায়,
একরঙাটাও বেজায় খুশী, নেচে নেচে মন মাতায়!
লাটাই হাতে ছেলে-মেয়ে মাঠ ভরেছে ফুল মেলায়,
সুতোর টানে দূরের ঘুড়ি আকাশ ছেয়ে দোল দোলায়!
খেলবি মজার কাটাকাটি? সুতোয় সুতোয় প্যাঁচ খেলা!
হেচকা টানে, আবার ছাড়ে, পাল্লা দিয়ে যায় বেলা!
কেউ বা হারে, কেউ বা জেতে, কেউ বা দিলো হাততালি,
কেউ হারালো সাধের ঘুড়ি, ফিরলো ঘরে হাত খালি!
কাঁচের চূড়ে মাঞ্জা দেয়া সুতোর ধারে সুতোই কাটে,
কাটা ঘুড়ি যায় পালিয়ে, পড়বে সে তায় ভিন্ন হাতে!
——————————————————————
রচনাতারিখ: ০৭ই মার্চ, ২০২০ সাল
সময়: রাত ১০টা ১৯ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0