ঘোর বরষায় উন্মনা মন
—————— রমিত আজাদ
আকাশ ভেঙে জল ঝরেছে,
নদীর ঢেউয়ে দোল।
নয়ন ফেটে ঢল নেমেছে,
কাঁদায় স্মৃতির রোল!
বারিধারা অশ্রুসম
বলছে মনের কথা।
মেঘের ছায়া রং-তুলিতে
আঁকছে হৃদয় ব্যাথা!
কষ্ট কাকে বলে?
বল, কষ্ট কাকে বলে?
পর মানুষে কষ্ট দিলে
দেই ফেলে তা জলে!!!
পরের কথায় কি আসে যায়?
পরের কথার দামটা কি?
পর তো আমার আপন না হায়!
পরের মতির কি গতি?
বুঝবে তখন, কষ্ট কেমন,
আপন মানুষ পর হলে।
আপন জনে কষ্ট দিলে
বোঝ, কষ্ট কাকে বলে!!!
আমি যদি পক্ষী হতাম,
উড়ে যেতাম রাতে,
ভোরের আগে খুঁজে নিতাম
কোন ঠিকানায় থাকে।
ব্যাথার সুরে জিজ্ঞাসিতাম,
“কেমনে গেলে ভুলে?”
লাজ হারিয়ে মনের কথা
খুলে দিতাম বলে!
অচীন মানুষ বাঁধন বেধে
বন্দী হতে চায়,
হৃদয় দিয়ে বর্ষা দেখে,
দিলের অতলায়!!!
অভ্র উড়ে আকাশ জুড়ে,
মেলছে ডানা পাখী।
ঘোর বরষায় উন্মনা মন,
কাঁদছে নীরব আঁখি!!!
———————————–
রচনা তারিখ: ৯ই জুলাই, ২০১৯
সময়: ৩টা ১৯ মিনিট