চাইছো বিদায়, বিদায় দিলাম
চাইছো বিদায়, বিদায় দিলাম
———————— রমিত আজাদ
নিদাঘ রাতের স্বপ্ন সুখে বাসন্তী ফুল গন্ধ,
রাগ করে আজ মুখ ঘোরালে, করলে দুয়ার বন্ধ!
এই যদি হয় মনের কথা, লিখলে কেন কাব্য?
ইন্দ্রজালে ঘিরলে কেন? এটাই শুধু ভাববো!
এই কটা দিন ঘটলো যেসব, সব কিছু কি মিথ্যে?
সাজানো এক নাট্যগাঁথা, মঞ্চায়নের বৃত্তে?
হয়তো তুমি ভুল বুঝেছ, ভুল বুঝেছি আমি!
ভুলে ভুলেই সব হয়েছে, ভুলের ঘোরেই থামি!
কে চেয়েছে স্বপ্ন-শালুক, বৃষ্টি জলে সিক্ত?
ঝিলের বুকের ঊর্মিরা আজ মরুর মত রিক্ত!
ভাব-ভাবাবেগ তাড়িয়ে দেব, যেথায় যাবে যাক;
চাইছো বিদায়, বিদায় দিলাম, মনের কথা থাক!
————————————————————-
তারিখ: ১৮ই ফেব্রুয়ারী, ২০১৯
সময়: রাত ১২টা ১৪ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0