চুম্বন আগুন চুম্বন
চুম্বন আগুন চুম্বন
কখনো কখনো চুম্বনটাই শ্রেষ্ঠ অর্জন!
যা পেতে ব্যয় করতে হয় পুরো একটি মন!
চুম্বনে আগুন থাকে, আগুনে চুম্বন।
আগুনে আগুন জ্বলে একটি রণাঙ্গন!
বিজয়ী বীর কি পেলো তায়, জয় না সুখ?
এমনও তো হতে পারে, অতঃপর বুক ভরে
নিয়ে এলো এক সমুদ্র দুখ!!!
———————– রমিত আজাদ
রচনাতারিখ: ১৭ই অক্টোবর, ২০১৯
সময়: রাত ৯টা ১৯ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0