চৈত্র দিনের অগ্নি ঝরে
চৈত্র দিনের অগ্নি ঝরে
——————- রমিত আজাদ
চৈত্র দিনের ক্ষোভ চেপেছে লাখ তরুণের প্রাণে,
ঢল নেমেছে বল জাগিয়ে জনস্রোতের বানে!
মায়ের বুকে মেঘ জমেছে পুত্রশোকের দুখে,
ন্যায়বিচারের তীব্র দাবী অগ্নিঝরা চোখে।
ত্রাসের পথে রক্ত জমাট কৃষ্ণকায়া পিচে,
প্রাণ গিয়েছে নাগরিকের, ঘাতক চাকার নিচে।
বিচার চেয়ে ক্ষুদ্ধ সমাজ ভাঙবে রুদ্ধদ্বার,
শ্লোগান মুখর পথ ভরেছে, দ্রোহের অঙ্গীকার।
চৈত্র দিনের অগ্নি ঝরে দেশপ্রেমিকের বুকে,
অস্ত্রবিহীন শূণ্যহস্ত বজ্র ঝরায় সুখে।
লক্ষ তরুণ চায়না কভু দেশের সর্বনাশ,
নগর জুড়ে অথৈ সাগর, ঝড়ের পূর্বাভাস!
———————————————–
তারিখ: ২০শে মার্চ, ২০১৯
সময়: রাত ৮টা ২৯ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0