ছন্দোবদ্ধ পদ্য
———– রমিত আজাদ
১।
আগুন হবে আগুন?
রক্তজবার ফাগুন।
জ্বালবে হৃদয়, ভাঙবে নিলয়,
আকুল মনে রঙ ছড়িয়ে,
স্বপ্নলোকে তুলবে প্রলয়।
বৃষ্টি হবে বৃষ্টি?
কালবোশেখীর সৃষ্টি।
ঢাকবে গগন, ভরবে পবন,
ভিজিয়ে দিয়ে নিভিয়ে দেবে
তপ্ত মনের ব্যাকুল দহন।
———————————————–
২।
মরতে গিয়ে ধরতে পেলাম,
পরীর দেশের চম্পাকলী।
মেঘের পরে মেঘ ছড়িয়ে,
মিষ্টি হাসে কৃষ্ণকলী। ।
কল্পলোকের সোনার হরিণ,
গল্পলোকের মেঘকাজরি,
ঊর্মিমালায় ঝড় তুলেছে,
স্বর্ণ পূরীর রাজকুমারী।
———————————————–
৩।
এগিয়ে আসা মনটা যখন,
যায় সরে যায় দূরে দূরে,
ফিরিয়ে নেয়া সুরটা তখন,
কাঁদিয়ে ফেরে ঘুরে ঘুরে।
রংধনুতে রাঙিয়ে নেয়া,
দিলটা যেদিন ধূসর হলো,
সেদিন থেকে ধুলোয় মলিন,
ছন্দোগাঁথা কাব্যগুলো।
—————————————————–
তারিখ: ১লা ডিসেম্বর, ২০১৭
সময়: ভোর ৪টা ২০ মিনিট