ছবির নায়িকা, নায়িকার ছবি
———————– রমিত আজাদ
নির্লিপ্ত নগ্নতা যদি হয় ধরিত্রী,
তুলে নেবে তাকে ক্যানভাসে করোটির।
অসংলগ্ন রূপসীর মাধুর্য ছুঁয়ে উন্মুক্ত
পুষ্পিত বিথীকা বাসরে ফুটন্ত প্রসূন।
যৌবন ফুরিয়ে যাবে যাক,
তবু সে ধ্রুব হবে তুলির যাদুতে।
গ্রীস্মের তপ্ত দুপুরে অতৃপ্ত সুদর্শনা
ক্ষুধার্ত বাঘিনীর সাথে দেখাদেখি।
অভিমান যদি হয় মোহনীয়,
স্বাগত সেই রোষাবেশ নায়িকার।
আত্মঘাতি হতে চায় চিত্রকর,
বিষপানে সুধাপান বয়স্য নায়কের।
——————————————–
তারিখ: ২০শে মার্চ, ২০১৮
সময়: বিকাল ৫টা ৪০ মিনিট