Categories
অনলাইন প্রকাশনা

জালিয়াতি প্রেম

জালিয়াতি প্রেম
———————– রমিত আজাদ

আলিঙ্গন আমি করেছি বহুবার, তবে ভালোবেসে নয়,
চুম্বন আমি করেছি বারংবার, তবে ভালোবেসে নয়।
ভালোবেসে আলিঙ্গন করেছিলাম একজনকেই,
ভালোবেসে চুম্বন করেছিলাম একজনকেই।

বাকি সবই ছিলো জালিয়াতি, কেবলই দেহের ক্ষুধায়,
অথবা নিঃসঙ্গতার অস্থিরতায়!

নিরবতা স্পন্দনে জাগানো শিহরণগুলোতে কোন আবেগ ছিলোনা।
ছিলোনা কেন্দ্রীভূত পরমাণু উদ্দীপনায় কোন ফোটনের উৎসার।
বিবর্ণ মরুদ্যানের ঝড়ো হাওয়ায় কেবল তপ্ত ধুলোই ওড়ে,
মরিচিকার কূহক আবাহনে প্রশান্তির কোন আশ্বাস নেই।

লক-ডাউন কঠোর মৃন্ময়ী বাহুডোরে ছিলোনা সোহাগের দীপ্তি।
ঝরা গোলাবের পাপড়িতে আর কতটুকু লাবণ্য থাকে?
কুয়াশার শিশির জ্যোৎস্নায় মিলনে মুখর যামিনীতেও
ছিলো নিস্পন্দ নিস্পৃহতা।
উদাসীন পুরুষ নিশিসঙ্গি হতে পারে, প্রেমিক নয়।

নিরালায় যে নিঃশ্বাস পড়ে তার গ্রীবায়,
তা প্রণয় সমীরণ নয়, নিস্পৃহতার দীর্ঘশ্বাস!
কেশের উত্তেজক সুবাস মাতায়না আমার মন।
যা হয় তা কামোচ্ছাস নয়, কেবলই উত্তেজনা প্রশমন।

নিজেকে উন্মুক্ত করে তুমি উন্মুখ হয়োনা আমার মুক্ত হৃদয় পেতে,
সর্বাঙ্গে শিহরণ নিয়ে তুমি ছুঁয়োনা আমার নিষ্কম্প অধর।
মাধুর্যের খন্ডকাব্য তো আর পূর্ণদৈর্ঘ্য উপন্যাস নয়!

শিৎকারী বিভাবরী পেরোলে ঘুম ভাঙে শীতল সকালে।
সেই সাথে ভাঙে মধুর স্বপ্নটাও।
গণিতের যৌক্তিক মহাকালে, আবেগ মেশে না জলে।
জলছবি, তৈলরঙা ছবি নয় জেনো,
আরেকটু রোদ উঠলেই সে বাষ্পীভূত হবে।

আলিঙ্গন আমি করেছি বহুবার, তবে ভালোবেসে নয়,
চুম্বন আমি করেছি বারংবার, তবে ভালোবেসে নয়।
ভালোবেসে আলিঙ্গন করেছিলাম একজনকেই,
ভালোবেসে চুম্বন করেছিলাম একজনকেই।

আমি ভালোবেসে দ্বিতীয়বার আলিঙ্গন করতে পারবো না।

আমি ভালোবেসে দ্বিতীয়বার চুম্বন করতে পারবো না।

রচনাতারিখ: ০১লা মে, ২০২১ সাল
রচনাসময়: রাত ০৩টা ২৮ মিনিট

Fake Love
——————– Ramit Azad

মন্তব্য করুন..

By ডঃ রমিত আজাদ

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!
ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়।
সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.