জাহান্নামের যন্ত্রণা!
জাহান্নামের যন্ত্রণা!
————— রমিত আজাদ
খেলছো যখন হৃদয় নিয়ে
খেলতে থাকো পরী,
পুরুষ ভাঙার মন্ত্র জানো,
তাইতো তুমি নারী!
ঘুমিয়ে আছে বন-উপবন,
ঘুমিয়ে আছে চাঁদ।
ঘুম ভাঙিয়ে কষ্ট দেয়ার
ফেলতে জানো ফাঁদ!
ফুল ফোটানো বাগ-বাঁগিচা,
রং ছড়ানো পুষ্প।
নয়ন মেলেও দেখছি আঁধার,
ঢং কারিকার সৃষ্ট!
নাট্যশালার মঞ্চ কাঁপাও
রঙ মাখা তাই রঙ্গীনি,
রেসের মাঠে জুয়ার ক্রীড়ায়,
অলংকৃত ঢঙ্গীনি!
দিতে থাকো যত পারো,
জাহান্নামের যন্ত্রণা!
নরকধামে স্বর্গ খোঁজার,
প্রয়াস তবু থামবে না!!!
—————————————
তারিখ: ২৪শে জানুয়ারী, ২০১৯
সময়: সন্ধ্যা ৬টা ৫০ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0