জীবনের গল্পটা গল্প নয়
————– রমিত আজাদ
জীবনের গল্পটা গল্প নয়,
সে যে সত্যি, সে যে সত্যি!
যতটুকু কল্পনা, যতটুকু কল্পনা,
তারও বেশী যন্ত্রণা!
মুখোমুখী দাঁড়াবার,
চোখে চোখে মেলাবার,
কিছু কথা বোঝাবার,
সে যে কত বেদনা!
জীবনের কাব্যটা কাব্য নয়,
সে যে সত্যি, সে যে সত্যি!
যতটুকু ছন্দ, যতটুকু নন্দ,
তারও বেশী ধন্দ!
কাছাকাছি ঘনাবার,
পাশাপাশি দাঁড়াবার,
কিছু সুর বোঝাবার,
সে যে কত দ্বন্দ্ব!
জীবনের গল্পটা গল্প নয়,
সে যে সত্যি, সে যে সত্যি!
—————————————-
রচনা তারিখ: ৮ই জুলাই, ২০১৯ সাল
সময়: রাত ১১টা ৪৮ মিনিট
The life is not only a story
———- Ramit Azad