জীবন তুমি কূটাভাস
জীবন তুমি কূটাভাস
—————— রমিত আজাদ
আমার পাশে বসে তুমি ধুয়ে দিচ্ছো
আমার মলিন কাপড়গুলো।
আমি শুনতে পাচ্ছি কল থেকে জল পড়ার ধ্বনি,
কাপড়ে সাবান মেখে কেঁচে দেয়ার মামুলি শব্দ।
আমাকে পরিচ্ছন্ন রাখতে তোমার সেকি পরিশ্রম!
আমার কাছে বসে তুমি রেধে দিচ্ছো
আমার আহার্যগুলি,
ক্ষুধার কষাঘাতে আমি যেন নিঃশেষ না হই।
আমি শুনতে পাই চোখে জ্বালা নিয়ে
তোমার পিঁয়াজ কাটার শব্দ,
ফাগুন দুপুর শিকেয় তুলে
ঝুঁকি নিয়ে গরম তেলে ভাজো তাজা মাছ।
আমার রসনা বিলাস মেটাতে তোমার সেকি আপ্রাণ চেষ্টা!
আর স্বার্থপর আমি
তোমাকে একটুও সহায়তা না করে,
শুনি গান বিরহের,
সাধি কিছু সুর বিষাদের!
নীরবে স্মরি মুখছবি তার,
যে দিয়েছে দুখ, যন্ত্রনা ব্যাথাভার!
যে আমার পাশে থাকে না,
যে আমার কাপড় ধোয় না,
যে রাঁধে না আমার অন্ন,
আমি তারই প্রেমে অন্ধ!
জীবন তুমি কূটাভাস,
কূটাভাস তুমিই ধ্রুবক!!!
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0