-সাকি বিল্লাহ্
হে নির্বাসিত মন, অর্বাচিন বাঙ্গালী,
জেগে উঠো আজ ঘোর অমানিষায় জ্বেলে দ্বীপালী ।
হেয় করো সকল কুণ্ঠা আর জরা যত,
শক্তিতে হও আগুয়ান হটিয়ে হিংস্র পশু শত শত ।
কে বলে তুমি ধারক কোন বিশ্বাসের,
বলো চীরদিন ধরনীর বুকে বীরসন্তান এই দেশের ।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ অথবা খ্রিস্টান,
সকলে এক বাংলা বীরের জাত সন্তান ।
ধ্বংস করে যারা এই সৌর্হাদ্রপ্রিয় বাঙ্গালী জাত,
পিছু না হটে দাও ফিরিয়ে তারে সকল প্রতিঘাত ।
শতশত নদীর কলকল তাল,
ডাকে দেখো দূর সমুদ্রের ঢেউ উত্তাল ।
শান্ত নদী মোহনায় হয় মাতন্ড প্রায়,
শেষ হওয়ার আগে জানিয়ে শেষ অভিপ্রায় ।
এই বঙ্গদেশের সকল সম্ভার,
রোষানলে হয়েছে পিশাচ আর শকুনের ভাগার ।
বিবেকের দংসনে তাড়ায় মন সারাক্ষণ,
তাই, ক্ষয় হোক তবুও করে যাব দেশের কল্যাণ ।
সবুজের মাঝে লাল সূর্যের এই পতাকা,
শতকোটি মানুষের দিগ্বীজয়ী আলোক-বর্তীকা ।
তাই জেগে উঠো কালবৈশাখীর মত,
ছিন্নবিদীর্ণ করে দাও সকল পিশাচের অন্তর যত ।
ছিনিয়ে আনো এই লাল সবুজের নিশানা,
মুক্ত করে দাও সকল শিকলে বাঁধা বিহঙ্গনা ।
বীর বাঙ্গালীর সকল বীরত্বকথন,
জাগিয়ে ধরনী করো চীর অমলিন । ।
২ replies on “জেগে উঠো হে বাঙ্গালী”
চমৎকার কবিতা!
অসংখ্যা ধন্যবাদ স্যার ।