জোয়ার-ভাটা ছলছলায়
জোয়ার-ভাটা ছলছলায়
———————- রমিত আজাদ
ভালো যদি বাসলাই বন্ধু, ঘৃণা করলা কেন?
প্রেমে একবার বাইন্ধা নিয়া, আন্ধা হইলা কেন?
তুমি চুপে চুপে দেইখা থাকো,
সামনে পড়লে মুখ ফিরাও!
দূরের থিকা ঠিকই চিনো,
কাছে আসলেই চোখ ঘুরাও!
দেখিয়াও দেখো না তুমি, চিনিয়াও চিনোনা!
জবান খুইলা, মনের থিকা, মিডা কথা কইলা না!
কবে জাগবো তোমার বুদ্ধি,
তোমার বোধের জ্ঞান?
কেমনে বুঝবা কে দিওয়ানা,
কে তোমার আপন?
ঘৃণার সাথে ভালোবাসার ম্যাচিং হয়না ভাই,
রাতের মাঝে দিনের আলো সেই কারণে নাই।
হীরায় যদি জ্যোতি না দেয়, না থাকে রোশনাই,
লক্ষ টাকা দিয়া তারে কে কিনিবে ভাই?
স্মৃতি একটা শালিক পক্ষী, আসে আবার যায়!
জোয়ার-ভাটায় বুকের খাঁজে কেমোনে ছলকায়!
হইতে চাইলাম সুজন মালি তোমার বাগিচায়,
কোন বা দোষে ভিলেন হইলাম তোমার সিনেমায়!
ছিঁড়লা সকল প্রেমের চিঠি, পুড়লা উপহার!
পথে রাখলা কলার ছোলা, বন্ধ করলা দ্বার!
একলা ঘরে খোঁজ নিবা কার, রাখবা কারে যতনে?
এতো ভালো বাইসা আবার ভুইলা গেলা কেমোনে?
——————————————————-
রচনাকাল: ১২ই জুন, ২০১৯
সময়: রাত্রি ২টা ১৯ মিনিট
Light and Dark
————– Ramit Azad