জ্বলবে জ্যোতি উজাল ভাতি
জ্বলবে জ্যোতি উজাল ভাতি
—————————- রমিত আজাদ
আমি যদি আকাশ দেখি, তুমি দেখো মেঘ,
মেঘের গায়ে রঙ জমেছে, সমীর নিরুদ্বেগ!
আকাশটাকে আয়না ভাবো, দেখবে প্রতিরুপ।
মেঘের জলে ধুয়ে নিও, মন কাঁদানো দুখ!
বিশ্ব ভূবন মগ্ন থাকে, স্বপ্ন দেখার কালে,
শস্য শীষে কুসুম ফোটে, ছন্দ লয়ের তালে।
যেই মহিমা মনুষ্যকূল আকুল হৃদে সৃজে,
কে বুঝিবে কোন সে লীলা, ব্যাকুল প্রাণে সাজে!
মানুষ হবে প্রেমের আধার, ফুলেল মরুদ্যানে,
ভালোবাসার মধুর পরশ থাকবে ছেয়ে ধ্যানে।
আলোক-আঁধার, নীল সরোবর, পান্থশালার তরী।
জ্বলবে জ্যোতি উজাল ভাতি বিশ্ব জগত ভরি।
——————————————————–
রচনাতারিখ: ১৮ই অক্টোবর, ২০১৯
সময়: সকাল ৫টা ৩৭ মিনিট
Light The Lamp
—————-Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0