জ্বলে আছে লুদ্ধক
জ্বলে আছে লুদ্ধক
———– রমিত আজাদ
জ্বলে আছে লুদ্ধক, অতি দূর আকাশে।
সীমাহীন নিহারিকা দীপশিখা জ্বালে যে!
নীরবে নীরবে দেখো স্রোতধারা বয়ে যায়,
সাগরের পানে যেন কার নদী ছুটে যায়!
ঐ নদী অশ্রুর, ব্যাথাতুর হৃদয়ের,
কার কথা পড়ে মনে, পদগাঁথা প্রণয়ের?
তুমি আজ প্রেয়সী নব এক তরুণের,
আমি শুধু কেঁদে যাই, প্রতীক্ষা মরণের!
—————————————————–
রচনাকাল: ২৬শে এপ্রিল, ২০১৯
সময়: রাত ৯টা ১১ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0