ঝুম বৃষ্টি চুম দিয়েছে
————— রমিত আজাদ
ঝুম বৃষ্টি চুম দিয়েছে,
ঘাস ভরা ঐ মাঠটিকে।
মেঘ জমেছে আকাশ জুড়ে,
রঙের ছটা চারদিকে।
খাল থৈ থৈ, বিল থৈ থৈ,
জলের দাপট দেশ জুড়ে।
ঢেউ তুলেছে, ঢেউ দুলেছে,
ঊর্মিমালার ফুর্তি রে!!!
ডমরু রাগে ঘূর্ণি নাচে
চৈতালী মেঘ আহ্লাদে!
বজ্র ঝেঁপে পড়লো গাছে,
বন পুড়েছে জল্লাদে!!!
বজ্রপাতে দগ্ধ হলো,
ভাগ্যহারা এক কৃষক!
ঘূর্ণিঝড়ের বলি হলো,
হতভাগ্য বৃক্ষ এক!
ত্যাগের মূল্য নয় ক্ষুদ্র,
বর্ষাধারা আসলে ভাই।
মৃত্তিকা তাও অম্বু যাচে
বৃষ্টিপাতের সৃষ্টি চাই।
ঝর ঝর ঝর ঝরছে বাদল,
কান্না নামে কার দুখে?
অভ্র মাতার অশ্রু জলে,
ভরলো জমিন কোন সুখে?
জমির বুকে শস্য জাগে,
ঐন্দ্রজালিক জলছোঁয়ায়,
ধানের ছড়ায় নাচন ওঠে,
ক্ষেত্রী হাসে কোন মায়ায়!
হৈ হুল্লোর বাজছে বাদল,
গাঁয়ের লোকে গায় সুখে!
ক্ষেত ভর্তি ধান যদি দাও,
বাজবে সেতার সব বুকে!
————————————
রচনা তারিখ: ১৯শে এপ্রিল, ২০১৯
সময়: রাত ১টা ৩২ মিনিট
Lovely Touch of Rain
———– Ramit Azad